আজ শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

বসন্ত ছোঁয়া হৃদয় // সৈয়দ রনো

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

বসন্ত ছোঁয়া হৃদয়
সৈয়দ রনো

রিনিঝিনি সুরের মূর্ছনায়
প্রবাহিত বাতাস তুলেছিল ভৈরবী তাল
বসন্ত ছুঁয়েছিল হৃদয়
আন্দোলিত বাতাসের চোখে দেখেছিলাম
ধুলো বালির নিচে চাপা পড়ে আছে
দুখিনী সকাল
কার্ণিশে হেলান দিয়ে দাঁড়িয়ে
বিভৎস সুখ

জীবনের কাঙ্ক্ষিত কক্ষপথ
আগলে দাঁড়িয়ে থাকে
নিকষ কালো ঘোর অন্ধকার
ডুবন্ত বিকেল

হাবুডুবু খেয়ে ক্লান্তির অতলান্তে
দাঁড়ায় জীবন
সূর্যস্নাত হৃদয়ের পেয়ালায়
গুলিয়েছে হেমলকের শরাব

- Advertisement -

তবু বসন্ত আসে
শারস পাখির ঠোঁটে
বসন্ত আসে পাহাড় নদী
হ্রদ ডিঙিয়ে শ্যামলিয়া গাঁয়

বসন্ত ভাসে
শহীদ মিনারের খাঁচ কাটা বেদীর ভাঁজে
বসন্ত ছোঁয়া হৃদয় আগলিয়ে
বেঁচে থাকে জীর্ণ শীর্ণ
বয়োবৃদ্ধ রাস্তার ভিখারী

১৯-১০-২০২৩ইং

- Advertisement -
- Advertisement -