মোঃ এরশাদ আলী, লংগদু
রাঙ্গামাটির লংগদু উপজেলাস্থ ৩নং গুলশাখালী ইউনিয়নের রহমতপুরে নিজ বাড়ির আঙ্গিনায় গাঁজা গাছ, চিনতে না পেরে আগাছা ভেবে রেখে দিয়েছেন বলে জানান বাড়ির মালিক মোঃ বানিছ উদ্দীন। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাজনগর ৩৭ বিজিবি জোন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পরেন উপজেলার ৩নং গুলশাখালী ইউনিয়নের রহমতপুর গ্রামের মোঃ বানিছ উদ্দীনের বাড়ির আঙ্গিনায় গাঁজা গাছ রয়েছে। খবর পেয়ে জোন অধিনায়ক লেঃ কর্ণেল শাহ্ মোহাম্মদ শাকিল আলমের নির্দেশনায় ৩৭ বিজিবি এবং ফাঁড়ী পুলিশের যৌথ অভিযানে বানিছ উদ্দীনের বাড়ি থেকে গাঁজা সহ তাকে আটক করা হয়। জিজ্ঞেসাবাদ মোঃ বানিছ উদ্দীন জানান, গাছ গুলো না চিনেই আগাছা ভেবে রেখে দিয়েছে বলে দাবী করে সে। পরে পুলিশ কর্তৃক স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম ও ইউপি সদস্যদের উপস্থিতিতে মুচলেকা নিয়ে ইউপি সদস্যর জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। উদ্ধারকৃত গাঁজা গাছগুলো বর্তমানে গুলশাখালী পুলিশ ফাঁড়ীতে পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা যায়।
আলোকিত প্রতিদিন/এপি