মোঃ নিশাদুল ইসলাম:
ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক ও জনপদ অধিদপ্তর কর্তৃক নির্মিত দুটি সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে গত ১৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োাজন করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সাইফুল ইসলাম,ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান উপস্থিত ছিলেন। সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্মিত সেতু দুটি হচ্ছে নবীনগর উপজেলার তিতাস নদীর উপর ৫৯৮ মিটার দীর্ঘ তিতাস সেতু ও নবীনগর কোম্পানীগঞ্জ সড়কের কড়ই–বাড়ি সেতু। উল্লেখিত সেতু দুটি নির্মাণে সড়ক ও জনপদ অধিদপ্তরের ব্যয় হয়েছে ৭৭ কোটি টাকা।
আলোকিত প্রতিদিন/ ২০ অক্টোবর ২৩/মওম