মাধবপুরে পূজা মন্ডপ পরিদর্শনে বিমান প্রতিমন্ত্রী

0
412
মাধবপুরে পূজা মন্ডপ পরিদর্শনে বিমান প্রতিমন্ত্রী
মাধবপুরে পূজা মন্ডপ পরিদর্শনে বিমান প্রতিমন্ত্রী

ত্রিপুরারী দেবনাথ তিপু:

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী  এড. মাহবুব আলী বলেছেন ,আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রতির অপার সম্ভাবনার দেশ, হাজার বছর  যাবত এই দেশ সাম্প্রদায়িক সম্প্রতি বিরাজমান ছিল, আমাদের মুক্তিযুদ্ধ  গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধের স্তম্ভ।  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সময় যে রোডম্যাপ তৈরি করেছিলেন, আমরা তাঁরই নেতৃত্বে হিন্দু মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই মিলে এই দেশ স্বাধীন করেছি, ধর্ম যার যার উৎসব সবার মূলত দুর্গাপূজার উৎসব হলো বাঙালির উৎসব। মাধবপুর সাম্প্রদায়িক সম্প্রতির উজ্জ্বল দৃষ্টান্ত পূজা একদম জাঁকজমক ভাবে অনুষ্ঠিত হয়। চা বাগান গুলোতে এদের উৎসবে সমস্ত মনপ্রাণ উজাড় করে দুর্গাপূজা পালন করে। দুর্গোৎসবের সময় সবাই আনন্দ মাতুয়ারা হয়ে ওঠে। অন্যান্য জায়গায় যা দেখা যায়না সেই ধরনের উপকরণ যা এখানে দেখা যায়,কলকাতা থেকে মাধবপুরে বিভিন্ন পার্টি নিয়ে আসে মহাভারত, রামায়ণ মঞ্চস্থ করে। সামগ্রিক অর্থে এই উপজেলা  একটা সুন্দর এলাকা। মুক্তিযুদ্ধের আদর্শ এবং মূল্যবোধকে ধারণ করে সামনের দিকে অগ্রসর হব, এই দেশে সমস্ত মানুষের সব ধর্মের অধিকার সমান। এটা আমরা শেখ মুজিবুর এর নেতৃত্বে প্রতিষ্ঠা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক সম্প্রতি বিরাজমান ৭৫ এর ১৫ ই আগস্টের পরে উত্তেজনা উশৃংখলতা ছিল, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনেক দূর অগ্রসর হয়েছি। বিশ্ববাসীর কাছে আমারা মাথা উঁচু করে দাড়াতে পারি।বিশেষ করে শারদীয় দুর্গোৎসব এত বড় উৎসব সবার অংশগ্রহণে সবাই মিলে প্রানবন্ত হয়। সবার পদচারণা এলাকায় মুখরিত হয়।আমাদের অনাগত ভবিষ্যতে যাতে এই উৎসবের সাথে সবাই শরিক হই,দেবী দুর্গা আগমনে আমাদের সমাজে সুখ শান্তি সম্বৃদ্ধি আসুক এবং  যত দু:খ কষ্ট ঘৃণা গ্লানি দূর হউক, আগামী দিনের জীবন ফুলের মত প্রস্ফুটিত হউক, মহানবমীতে পূজা মন্ডপ পরিদর্শন কালে তিনি  এসব কথা বলেন। হবিগঞ্জের মাধবপুরে সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে উপজেলার শ্রী শ্রী ঝুলন মন্দির মাধবপুর বাজার,শ্যামলী আবাসিক এলাকা দুর্গা মন্দির, গংগানগর দুর্গা মন্দির, নোয়াগাঁও দুর্গা মন্দির পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান, ওসি মো: রকিবুল ইসলাম খাঁন রাকিব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রীধাম দাশ গুপ্ত, উপজেলা  যুবলীগ সভাপতি মো: ফারুক পাঠান, এবং উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক সহ দলীয় নেতৃবৃন্দ।
আলোকিত প্রতিদিন/ ২৪ অক্টোবর ২৩/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here