দরদ’ সিনেমার নায়িকা সোনাল চৌহানকে নিয়ে প্রকাশ্যে শাকিব খান

0
1811
নায়িকা সোনাল চৌহানকে নিয়ে প্রকাশ্যে শাকিব খান
নায়িকা সোনাল চৌহানকে নিয়ে প্রকাশ্যে শাকিব খান

বিনোদন ডেস্ক:

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ‘দরদ’ সিনেমার জন্য বলিউড নায়িকা সোনাল চৌহানকে নিয়ে প্রকাশ্যে এলেন শাকিব খান। ২৫ অক্টোবর বুধবার রাতে মুম্বাইয়ের একটি হোটেলে সংবাদ সম্মেলনে তাদের একসঙ্গে দেখা যায়। এসময় উপস্থিত ছিলেন পরিচালক অনন্য মামুন, বাংলাদেশের একাংশের প্রযোজক কামাল কিবরিয়া লিপুসহ মুম্বাইয়ের প্রযোজকরা। সংবাদ সম্মেলনে সোনাল চৌহান জানান, সিনেমার কোনো ভাষা নেই। যে কোনো ভাষায় ভালো গল্পের সিনেমা হতে পারে। দরদ তেমনই একটি প্রজেক্ট।

শাকিব খান বলেন, ‘এটা বাংলাদেশ থেকে প্রথম প্যান ইন্ডিয়ান মুভি। আমি মনে করি এটি একেবারে ইউনিক গল্পের মুভি হতে যাচ্ছে। ভারতের সঙ্গে নতুন কোলাবোরেশান আশা করছি ভালো হবে।’ দরদ’ সিনেমাটি শাকিব খান অভিনীত প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা। আগামী ২৭ অক্টোবর থেকে উত্তর প্রদেশের বেনারস ও এলাহাবাদে শুটিং শুরু হবে অনন্য মামুনের ‘দরদ’-এর।  শাকিব খানকে নিয়ে ‘নবাব এলএলবি’ নামের সিনেমা নির্মাণ করেছেন পরিচালক অনন্য মামুন। ‘দরদ’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। এতে আরও অভিনয় করার কথা আছে বাংলাদেশের শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, ভারতের রাহুল দেব প্রমুখের। ছবিটি বাংলা, হিন্দি, তামিল, মালয়ালাম- চার ভাষায় নির্মাণের কথা রয়েছে।

আলোকিত প্রতিদিন/ ২৬ অক্টোবর ২৩/মওম

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here