আলোকিত ডেস্ক:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, পরিবেশ প্রতিকূল-অনুকূল যেমনই হোক না কেন যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন। সিইসি বলেন, ‘আমরা দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছি নির্বাচনের জন্য। রাজনৈতিক দলগুলোর ভোটের ব্যাপারে অপশন থাকে। তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, আবার না করলেও পারে। কিন্তু আমাদের কাছে কোনো অপশন নেই। তাই রাজনৈতিক পরিবেশ প্রতিকূল-অনুকূল যেমনই হোক না কেন, যথাসময়েই হবে নির্বাচন। সব দিক বিবেচনায় নিয়ে আমরা দৃঢ়ভাবে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আয়োজক হিসেবে এখনো প্রত্যাশা করব সবগুলো রাজনৈতিক দল ভোটে অংশ নেবে। প্রতিকূল হলে নির্বাচন হবে না, তা নয়। নির্বাচন যথাসময়ে হবে আমরা এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। সংলাপের ব্যাপার পিটার হাস কিছু বলেছেন? এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আমরা এবং তারাও (যুক্তরাষ্ট্র) বিশ্বাস করে সংলাপে। তিনি (পিটার হাস) বলেছেন, এখনো আহ্বান করবেন বিরাজমান সংকট মোকাবিলায় দলগুলোকে সংলাপে বসতে। সকাল সাড়ে ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পিটার হাসের সঙ্গে সিইসির প্রায় দেড় ঘণ্টা বৈঠক হয়।
আলোকিত প্রতিদিন/ ৩১ অক্টোবর ২৩/ এসবি