বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে কারা এগিয়ে

0
1928
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে কারা এগিয়ে
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে কারা এগিয়ে

বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্ন কাগজে-কলমে এখনও টিকে থাকলেও কার্যত শেষ হয়ে গেছে ! ভারত বিশ্বকাপ থেকে সাকিবদের এখন আর পাওয়ার খুব বেশি কিছু নেই। টানা পাঁচ ম্যাচ হারের পর এখন বাংলাদেশের লক্ষ্যটা শেষটা ভালো করা।চলমান বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান। যদিও বিশ্বকাপে বাংলাদেশের মতো খারাপ সময় পার করছে বাবর আজমের দলও। কলকাতার ইডেন গার্ডেন্সে দুই দলের ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে জয়ের পর টানা পাঁচ ম্যাচে হার। সর্বশেষ ম্যাচে নেদারল্যান্ডসের কাছেও হেরেছে সাকিবরা। বাজে পারফরম্যান্সের কারনে বাংলাদেশের ক্রিকেট নিয়ে কঠোর সমালোচনায় মেতেছে ক্রিকেট বিশ্ব। তবে নিজেদের সেরাটা খেলতে পারলে এই মুহূর্তে বাংলাদেশের জন্য ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে তুলনামূলক সহজ প্রতিপক্ষ হিসেবেই বিবেচনা করা যায়। নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই ম্যাচ জয়ের পর পথ হারায় পাকিস্তান। বাংলাদেশের মত হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে তারাও। ভারত-অস্ট্রেলিয়া-আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার কাছে টানা চার ম্যাচ হেরেছে বাবর আজমের পাকিস্তান। তৃতীয়বারের মত বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৯৯৯ সালে বিশ্বকাপ অভিষেকে পাকিস্তানের বিপক্ষে প্রথম মোকাবিলায় ৬২ রানের জয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়া সহজ হয়েছিল টাইগারদের। গত আসরে বাংলাদেশের সাথে দ্বিতীয় সাক্ষাতে ৯৪ রানের জয়ে ১৯৯৯ বিশ্বকাপে হারের প্রতিশোধ নেয় পাকিস্তান। ওয়ানডেতে ৩৮বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। বাংলাদেশ মাত্র ৫টিতে জয় পায় এবং ৩৩টিতে হেরে যায়। ২০১৯ সালের বিশ্বকাপের পর চলতি বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপে দেখা হয়েছিল দু’দলের। ঐ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটের সহজ জয় পেয়েছিল পাকিস্তান।

আলোকিত প্রতিদিন/ ৩১অক্টোবর ২৩/ মওম 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here