বীরগঞ্জে গাছের ডালে ঝুলন্ত এক ব্যক্তির লাশ উদ্ধার 

0
373
অনিক ঘোষ:
দিনাজপুরের বীরগঞ্জে লিচু গাছে ডালে ফাঁস লাগিয়ে যতিরময় দাস বাটুল (৪৫)নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছে। পৌরসভার বলাকা মোড় শিমূল তলা কালিবাড়ী মন্দির সংলগ্ন এলাকার একটি লিচু গাছের ডালের সাথে গলায় লাইলন রশি পেঁচিয়ে আত্মহত্যা করে সে। যতিরময় দাস বাটুল পৌরসভার ৭নং ওয়ার্ডের হরিবাসরপাড়ার সীতানাথ দাস মাষ্টারের ছেলে। মঙ্গলবার ভোরে বাটুলের মরদেহ লিচু গাছে ঝুলতে দেখে অত্র ওয়ার্ডের কাউন্সিলর বনমালী রায় কে অবগত করেন স্থানীয়রা। সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার এসআই নুরুন্নবী সহ পুলিশ ফোর্স ঘটনাস্থলে পরিদর্শন এবং লাশ উদ্ধার  শেষে লাশের সুরাতল এর রির্পোট তৈরি করেন। পুলিশ এবং পারিবারিক সূত্রে জানা যায়,বাটুল  বেশ কিছুদিন থেকে তার পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছে।  ৩০ অক্টোবর সোমবার দিবাগত-রাতে সকলের অগোচর বাটুল গলায় লাইলন দড়ি পেঁচিয়ে আত্নহত্যা করেন। এব্যপারে বীরগঞ্জ থানার নবাগত ওসি মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় ইউডি মামলা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/৩১ অক্টোবর ২৩/ মওম 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here