আন্তর্জাতিক নির্যাতিত সাংবাদিক দিবসে কুমিল্লায় ৫ সাংবাদিককে সম্মননা প্রদান

0
314
মো. আবু বকর সিদ্দিক:
সংবাদ প্রকাশের জেরে বহু সাংবাদিক নির্যাতনের শিকার ও হামলাকারীদের যথাযথ বিচার না হওয়ায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে সাংবাদিক নির্যাতন। ২রা নভেম্বর জাতিসংঘ স্বীকৃত ‘সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তি অবসানের আন্তর্জাতিক দিবস’ আজ। আন্তর্জাতিক নির্যাতিত সাংবাদিক দিবস হিসেবে কুমিল্লায় সাংবাদিক কল্যাণ পরিষদ কতৃক আলোচনা সভা ও নির্যাতিত সাংবাদিকদের সম্মননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নগরীর হিলটন টাওয়ারের ৬ষ্ঠ তলায় চাটার্ড লাইফ ইসিওরেন্স কোম্পানীর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সভাপতি ও কুমিল্লা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ওমর ফারুকী তাপসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মোঃ লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় ও বাংলাভিশন টিভির প্রতিনিধি সাইয়িদ মাহমুদ পারভেজ, দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রতিনিধি অধ্যাপক মীর শাহ আলম, চাটার্ড লাইফ ইসিওরেন্স কোম্পানীর ভাইস প্রেসিডেন্ট মোস্তফা কামাল, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব পত্রিকার ষ্টাফ রিপোর্টার সাদিক মামুন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের কুমিল্লার ব্যবস্থপনা সম্পাদক শাহাজাদা এমরান, সাংবাদিক ইউনিয়ন কুমিল্লার সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, দৈনিক ভোরের সূর্যদয় পত্রিকার সম্পাদক এম ফিরোজ মিয়া। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লেখক কলামিষ্ট ও সাংবাদিক মোতাহের হোসেন মাহাবুব, দৈনিক সমাজকণ্ঠ পত্রিকার সম্পাদক জসিম উদ্দিন চাষী, সাংবাদিক কল্যাণ পরিষদের অর্থ সম্পাদক জুয়েল রানা মজুমদার, লেখক ও কলামিষ্ট সাংবাদিক ডাঃ আবদুল আউয়ালসহ আরও অনেকেই। দিবসটি উপলক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার সাধারণ সম্পাদক মনির হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন সময়ে কুমিল্লায় সাংবাদিকতা পেশায় দায়িত্ব পালনকালে হামলা ও নির্যাতনের শিকার এবং  কারানির্যাতিত হয়েছেন এমন ৫জন সাংবাদিককে ফুলের মালা পড়িয়ে এবং সম্মননা ক্রেষ্ট দিয়ে সম্মননা প্রদান করা হয়। সম্মননা প্রাপ্ত নির্যাতিত সাংবাদিকরা হচ্ছেন, দৈনিক কুমিল্লার আলো পত্রিকার সম্পাদক জসিম উদ্দিন কনক, সময় টিভির স্টাফ রিপোটার বাহার রায়হান, কালের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি আবদুর রহমান, আজকের পত্রিকার প্রতিনিধি জহিরুল হক বাবু ও জাগো কুমিল্লা অনলাইন পত্রিকার সম্পাদক অমিত মজুমদার। তাদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি মোঃ লুৎফুর রহমান। সম্মননা প্রাপ্ত নির্যাতিত সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ও সময় টিভির প্রতিনিধি বাহার রায়হান। অনুষ্ঠানে বক্তরা বলেন, হামলাকারীদের শাস্তি নিশ্চিত হলে অপরাধীরা সাংবাদিকদের হামলার সাহস পাবে না। এই ক্ষেত্রে সাংবাদিকদের মধ্যে একতা ও ঐক্য সৃষ্টি করতে হবে এবং রাজনৈতিক দলীয় কোন্দল বন্ধ করতে হবে।
আলোকিত প্রতিদিন/ ২ নভেম্বর ২৩/ এসবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here