আবু সায়েম:
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ২ নভেম্বর (বৃহস্পতিবার) উখিয়ার রেঞ্জ কর্মকর্তা মো. গাজী শফিউল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে দোছড়ি বনবিটের আওতাধীন খয়রাতি পাড়া এলাকার ২০১৪-২০১৫ সনের সৃজিত বাগানে অবৈধভাবে গড়ে উঠা দুটি বসতঘর ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. গাজী শফিউল আলম বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে উঠা বসতঘর উচ্ছেদ করা হয়েছে। বন ও বনজ সম্পদ রক্ষায় প্রাত্যহিক অভিযান অব্যাহত থাকবে । সরকারি বনাঞ্চলের সৃজিত বাগান জবরদখলকারীদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি। অভিযানে দোছড়ি বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান, বিট অফিসারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সারওয়ার আলম বলেন,সরকারি বনভূমি উদ্ধারে বনবিভাগ সচেষ্ট রয়েছে। সরকারি জমিতে কেউ স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ করা হবে এবং জবরদখল কারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বনভূমি রক্ষার্থে যথাযথ ভূমিকা পালন করবো। অভিযান চালিয়ে ভূমি জবরদখল এবং পাহাড়খেকোদের আইনের আওতায় আনা হবে। বন অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
আলোকিত প্রতিদিন/ ২ নভেম্বর ২৩/ এসবি