রায়পুরায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

0
310

 

পারভেজ মোশারফ:

নরসিংদী রায়পুরায় প্রনোদনা কর্মসূচির আওতায় ২৪২০ জন উপকারভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে কৃষি অধিদপ্তরের উদ্যোগে ২০২৩-২৪ অর্থ বছরের রবি মৌসুমের বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। এসময় রায়পুরার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, রায়পুরা উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোঃ আব্দুল মোমেন মিয়া। এসময় রায়পুরা উপজেলা কৃষি অফিসার বলেন, প্রাথমিক অবস্থায় ১৫৭০জন উপকারভোগী প্রান্তিক কৃষকের মাঝে বিঘা প্রতি ১ কেজি সরিষা, ১০ কেজি এমওপি সার ও ১০ কেজি ডিএমপি স্যার বিতরণ হয়েছে। পর্যায়ক্রমে ২৪ ইউনিয়নের সর্বমোট ২৪২০ জন উপকারভোগী প্রান্তিক কৃষকের মাঝে গম, ভুট্টা, সূর্যমূখী, চিনা বাদাম, পেঁয়াজ, মুসুরের বীজ ও সার বিতরণ করা হবে । এসময় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ তাজুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার সোহেল রানা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কবির হোসেন প্রমুখ।

 

আলোকিত প্রতিদিন / ২ নভেম্বর ২৩/ এসবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here