পূর্বধলায় উপজেলায় নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা ও নবাগত নির্বাহী কর্মকর্তাকে বরণ

0
316

 

তানজিলা আক্তার রুবি: 

নেত্রকোনা পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স বদলীজনিত কারণে বিদায়ী সংবর্ধনা ও নবাগত নির্বাহী কর্মকর্তা হিসেবে মো. খাইরুল আহসানকে বরণ করা হয়। বুধবার (১ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় নেত্রকোনা পূর্বধলা উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে এ সংবর্ধনা ও বরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অফিসার্স ক্লাবের সভাপতি নির্বাহী কর্মকর্তা মো. খবিরুল আহসান, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. সাইফুল ইসলাম। এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার( ভূমি) , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, ডিজিএম (পল্লী বিদ্যুৎ), উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাচন অফিসার, উপজেলা সমবায় অফিসার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, ইউআরসি ইন্সট্রাক্টর উপসহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এসময় অফিসার্স ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স কর্মকালীন বিভিন্ন স্মৃতিচারণ উল্লেখ করে বলেন,স্ব-স্ব ক্ষেত্রে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের চেষ্ঠা করেছি। কতটুকু দিতে পেরেছি তার বিচার করার দায়িত্ব এখানকার মানুষের। সরকারি সকল উন্নয়নমূলক দৃশ্যমান কাজ গুলো করেছি , অসহায়দের সাধ্য মতো সহায়তা করেছি, বিশেষ করে জনপ্রতিনিধিগণ আমাকে যথেষ্ট সহযোগীতা করেছেন। একই সময়ে উপজেলা বিদায়ী নির্বাহী অফিসারকে উপজেলা প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানকর্তৃক সম্মাননা স্বারক ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয় এবং নবাগত নির্বাহী কর্মকর্তা হিসেবে মোঃ খাবিরুল আহসানকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

 

আলোকিত প্রতিদিন / ২ নভেম্বর ২৩/ এসবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here