রাজধানীর সড়কে গণপরিবহন কম

0
390

আলোকিত ডেস্ক:
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রথম দিন রাজধানীতে গণপরিবহন কম চলতে দেখা গেছে। রোববার সকাল থেকেই রাজধানীতে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি অন্য দিনের তুলনায় কম চলছে। ঢাকার গুলিস্তান, পল্টন, প্রেসক্লাব, শাহবাগ, কারওয়ান বাজার, ফার্মগেট, মহাখালী, আগারগাঁও, আসাদগেট, শ্যামলী, মিরপুর ও গাবতলী ঘুরে এমন চিত্র দেখা যায়। সরেজমিনে দেখা গেছে, গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে যাত্রী নেই, চলছে না গাড়ির চাকা, অলস সময় পার করছেন পরিবহন শ্রমিকরা। বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে দ্বিতীয় দফা দেশব্যাপী অবরোধ চলছে। আজ রোববার ও আগামীকাল সোমবার এ অবরোধ চলবে। এর আগে প্রথম দফায় গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত তিনদিনের অবরোধ পালন করে বিএনপি। তার আগে ২৯ অক্টোবর দেশব্যাপী হরতাল পালন করে বিএনপি। গত কয়েকদিনের কর্মসূচিতে সারাদেশে বহু জায়গায় সংঘর্ষ হয়েছে এবং গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। ফলে সরকারের পক্ষ থেকে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়।

আলোকিত প্রতিদিন/ ৫ নভেম্বর ২৩/ এসবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here