মোস্তাফিজুর রহমানঃ
জয়পুরহাটের কালাইয়ে ১২৫ মণ গুড়ের সাথে ৮২ মণ চালের ক্ষীর কালাইয়ে চিশতীয়া তরিকা পীরের আস্তানায় নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাঙালি সংস্কৃতির অন্যতম উৎসব নবান্নকে কেন্দ্র করে জয়পুরহাটের কালাই উপজেলার বেগুনগ্রামে আল্লামা হযরত খাজা শাহ মাওলানা মোহাম্মদ আব্দুল গফুর চিশতী আল হক (রাঃ) পীরের আস্তানায় বসেছে একদিনের নবান্ন উৎসব। প্রতি বছর বাংলা অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার সকাল থেকে রাত ১২টা পর্যন্ত এখানে নবান্ন উৎসব পালণ করে পীরভক্তরা। সকাল থেকে শুরু হয়েছে এ মেলার কার্যক্রম। নবান্ন উৎসবে প্রধান খাবার ক্ষীর। রান্নার প্রধান উপকরণ চাল, গুড়, দুধ আর নারিকেল। ভান্ডার খানার তথ্য মতে, এ বছর অগ্রহায়ণ মাসে ঘরে প্রথম ধান তোলার পর নতুন চাল ৮২ মণ, গুড় ১২৫ মণ, নারিকেল ১ হাজার ৮০০ পিচ ও দুধ ৭০ মণ দিয়ে ক্ষীর রান্না করেন। কাজে সহযোগিতার জন্য পীরভক্তদের মধ্যে প্রায় ৫’শ জন কাজ করেছেন। আর স্বেচ্ছাসেবী হিসেবে ৩০০জন ছিলেন। ৩০ থেকে ৩৫ হাজার পীরভক্তদের উপস্থিতি লক্ষ্য করা গেছে ও বাদ এশা হালকা জিকির অন্তে দোয়া মোনাজাতের পর নবান্ন উৎসবের নেওয়াজ বিতরণ করা হয়।
আলোকিত প্রতিদিন/ ১৭ নভেম্বর ২৩/মওম