সৈয়দ রনো’র কবিতা বোধের ভিটা

0
391
সৈয়দ রনো’র কবিতা বোধের ভিটা
সৈয়দ রনো’র কবিতা বোধের ভিটা

বোধের ভিটা
সৈয়দ রনো

বোধ পুড়েছে আগুনলাগা সন্ধ্যা কিংবা ভোরে
বোধের ভিটায় আটকে ঘুরি বাঁধনহারা ঘোরে
মনের ভিটায় জ্বলছে আগুন পুড়ছে মাটির দেহ
দুঃখে পুড়ে বুকের জমিন শান্তিতে নাই কেহ
বলছি মুখে শান্তি সুখের আসবে নতুন দিন
ত্রিতালেতে বাদ্যবেজে বাড়ছে শুধু ঋণ
ভুবন এখন তিন পোয়া সুখ বাকী গেছে জলে
নিজের তাগদ জবাই করে ঘুরছি সবাই কলে।

মৃত্যু হবে সত্য জেনেও কেউ ভাবে না তাও
উলট-পালট ভাবতে গিয়ে হচ্ছে মনে ঘাও
আমি এখন পান্থশালার উড়ন্ত এক পাখি
মন পবনের স্বাধীন স্রোতে ভাসছে আমার আঁখি
আকাশ হতে ভাবনা এসে ঘুরছে এখন দিলে
ভাবনা নতুন রঙিন জলে কাটবো সাঁতার ঝিলে।

২৪ নভেম্বর ২০২৩

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here