মাধবপুরে আওয়ামী লীগের বর্ধিত সভা 

0
343
মাধবপুরে আওয়ামী লীগের বর্ধিত সভা 
মাধবপুরে আওয়ামী লীগের বর্ধিত সভা 

ত্রিপুরারী দেবনাথ:

হবিগঞ্জের মাধবপুরে মহান বিজয় দিবসের প্রস্তুতি এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এড. মাহবুব আলীকে নৌকা প্রতীকে বিজয়ী করতে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের পরিচালনায় কামেশ  রঞ্জন করের সভাপতিত্বে সভায়  প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এড. আবু জাহির এমপি।এসময় অতিথি হিসেবে উপস্থিত হবিগঞ্জ -৪( মাধবপুর – চুনারুঘাট) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এড. মাহবুব আলী। সভায় প্রধান বক্তা হিসেবে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আলমগীর চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে জেলা সহ সভাপতি এড. মনোয়ার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, পৌর সাবেক মেয়র শাহ্ মো: মুসলিম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত। বর্ধিত সভায় উপজেলার ১১ ইউনিয়ন ও পৌরসভার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,কৃষক লীগ, শ্রমিক লীগ,তাঁতী লীগ,মহিলা আওয়ামী লীগ সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নৌকার জয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ ভাবে মাঠে কাজ করতে নেতা কর্মীদের দিকনির্দেশনা দেওয়া হয়। বর্ধিত সভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এড. মাহবুব আলী বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নজিরবিহীন উন্নয়ন হয়েছে। তিনি সকল স্তরের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।
আলোকিত প্রতিদিন/০৫ ডিসেম্বর ২৩/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here