আজ শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

মাধবপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক সম্রাট আলী আকবর গ্রেফতার 

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

ত্রিপুরারী দেবনাথ তিপু:

হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ ইয়াবা সহ মাদক সম্রাট আলী আকবর (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সে মাধবপুর পৌরভার ৩ নং ওয়ার্ডের পশ্চিম মাধবপুরের মৃত দেলোয়ার আলীর পুত্র। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ৯ ডিসেম্বর  দিবাগত রাত  সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার এস আই দ্বীন মোহাম্মদ এর নেতৃত্বে  এএস আই নুরুল হক সহ পুলিশের একটি চৌকস দল পৌরসভার পশ্চিম মাধবপুরে আলী আকবরের বাড়িতে অভিযান চালিয়ে ১৪শ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক সম্রাট আলী আকবরকে গ্রেফতার করে। উল্লেখ্য, আলী আকবরের বিরুদ্ধে দেশের  বিভিন্ন থানায় ২২ টি মাদক মামলা রয়েছে। স্থানীয় ভাবে সে মাদক সম্রাট হিসেবে পরিচিত। মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খাঁন, সততা নিশ্চিত করে জানান গ্রেফতার কৃত আলী আকবরকে সংশ্লিষ্ট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) ধারায় অপরাধে মামলা রুজু করে ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আলোকিত প্রতিদিন / ১০ ডিসেম্বর ২৩/মওম
- Advertisement -
- Advertisement -