হানিফ ফ্লাইওভারে যাত্রাবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

0
190
যাত্রাবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত
যাত্রাবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

আলোকিত ডেস্ক:

রাজধানীর যাত্রাবাড়ীর চৌরাস্তা এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভারের  উপর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. শরিফ হোসেন (৩৮) নামে এক চালক নিহত হয়েছেন। ২১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯ টারদিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) । তিনি বলেন, খবর পেয়ে যাত্রাবাড়ী চৌরাস্তার হানিফ ফ্লাইওভার এলাকা থেকে শরিফ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। তিনি বলেন, আমরা জানতে পেরেছি নিহত ব্যক্তি গুলিস্তানের দিকে অতিরিক্ত স্পিডে যাওয়ার সময় মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন। তার মোটরবাইকের নাম্বার ঢাকা মেট্রো -হ -৫৯- ০০৮৩।নিহতের ভাই বলেন, আমার ভাই একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। তিনি সূত্রাপুরে ৭/৮ নম্বর বাসায় থাকতেন।

আলোকিত প্রতিদিন/ ২১ ডিসেম্বর ২৩/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here