হবিগঞ্জের মাধবপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

0
297
হবিগঞ্জের মাধবপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত 
হবিগঞ্জের মাধবপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত 
ত্রিপুরারী দেবনাথ তিপু :
২৪ ডিসেম্বর রবিবার বেলা ১২টায়, উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার ভূমি রাহাত বিন কুতুবের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার দেবী চন্দ। সভায় প্রধান অতিথি দেবী চন্দ উপজেলার সর্বস্তরের জনগণের সাথে সাংবিধানিক ভোটাধিকার যথাযথভাবে প্রয়োগের লক্ষ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সর্বাত্মক সহযোগিতার আহবান জানান তিনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন    নবাগত পুলিশ সুপার হবিগঞ্জ আক্তার হোসেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ শাহজাহান, ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত আন্দিউড়া ইউনিয়নের সেক্রেটারি মিজানুর রহমান সহ বিভিন্ন নেতৃবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রিয়াংকা পাল। এ সময় উপস্থিত ছিলেন,  উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যম কর্মী এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এরশাদ আলী, সাধারণ সম্পাদক শংকর পাল চৌধুরী, সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী,  যুগ্ম সম্পাদক হামিদুর রহমান, সিনিয়র সাংবাদিক জালাল উদ্দীন লস্কর, ত্রিপুরারী দেবনাথ তিপু সহ সাংবাদিক বৃন্দ।
আলোকিত প্রতিদিন/ ২৪ ডিসেম্বর ২৩/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here