মো. রাশেদুল ইসলাম:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আলহাজ্ব মির্জা আজমকে বিজয়ী করতে পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে গুনারীতলা ইউনিয়নের আমলীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিচালনা কমিটির আয়োজনে আমলীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ সাহা। আমলীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এস.এম রেজাউল করিম সর্দার এর সভাপতিত্বে ও কেন্দ্র কমিটির সদস্য সচিব মোঃ বকুল মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য মির্জা গোলাম কিবরিয়া কবির,মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি, অরুন কুমার সাহা,মোস্তাফিজুর রহমান সাজু,যুগ্ন সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাদল, অধ্যাপক সফিউল আলম,রায়হান রহমতুল্লাহ রিমু, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আনোয়ারুল হাসান উজ্জল,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম,সহ দপ্তর সম্পাদক কামরুল হাসান সোহেল, সাংগঠনিক সম্পাদক মীর জান্নাতুল ইসলাম সোহেল,সদস্য অধ্যাপক রেজাউল করিম,গুনারীতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জগলুল পাশা,সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম লিখন,উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি সহকারী অধ্যাপক হেলাল উদ্দিন প্রমুখ । এসময় উপজেলা আওয়ামী সহযোগী সংগঠনের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ও অত্র ভোট কেন্দ্রের ভোটারগণ উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/ ২ জানুয়ারি ২৪/ এসবি