প্রতিনিধি, বগুড়া
বগুড়া-৬ আসনে অন্তত সাতটি ভোটকেন্দ্রের বাইরে হাতবোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া শহরের বিভিন্ন এলাকায় হাতবোমার বিস্ফোরণও ঘটানো হয়েছে। কিন্তু, এসব ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে এ বিস্ফোরণ ঘটে।বগুড়া-৬ আসনর কেন্দ্রগুলো হলো- বগুড়া ভান্ডারি স্কুল ভোটকেন্দ্র, আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র,সরকারি আজিজুল হক কলেজ পুরাতন ভবন ভোটকেন্দ্র, করনেশন ইনস্টিটিউশন ভোটকেন্দ্র, এরুলিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র, তাপসি রাবেয়া ভোটকেন্দ্র ও নিশিন্দারা স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র। এছাড়াও শহরের বিভিন্নস্থানে হাতবোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রগুলোতে দায়িত্বরত প্রিসাইডিং অফিসার । এদিকে বগুড়া রেলস্টেশনের প্রবেশ মুখে দুটি, বিআরটিসি বাস ডিপোর সামনে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। একই সময়ে বড়গোলা টিনপট্টি এলাকায় একটি ট্রাকে পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে করে ট্রাকের ত্রিপল পুড়ে যায়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে ফেলে। ভান্ডারি স্কুলের প্রিসাইডিং অফিসার গোলাম মুর্শেদ বলেন, কেন্দ্রের বাইরে দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়৷ আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে। এদিকে বগুড়া-৭ আসনে গাবতলীর পৌর এলাকায় অন্তত ১০টি স্থানে হাতবোমার বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। বগুড়ার পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, ‘হাতবোমা বিস্ফোরণের খবর শুনেছি। অনেকে আতঙ্কে তৈরির চেষ্টা করছে। ভোটকেন্দ্রের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ৭ জানুয়ারি ২৪/ জেএইচ