মাধবপুরে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

0
226
ত্রিপুরারী দেবনাথ তিপু:
হবিগঞ্জের মাধবপুরে করড়া সমাজ কল্যাণ সংগঠন এর উদ্যোগে দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।  সোমবার (১৫ জানুয়ারি)সকাল ১১ টায় সংগঠন কার্যালয় সামনে থেকে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল।  দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি মো. কামাল হোসাইনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন করড়া সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি মো. কামরুল হাসান চৌধুরী কাজল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কামাল হোসেন জিতু, ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার কসরু মিয়া, করড়া জামে মসজিদের সভাপতি বাবুল চৌধুরী, বিশিষ্ট মুরব্বী কাছম আলী প্রমুখ। অনুষ্ঠানে করড়া, মাদারগড়া, বেঙ্গাডোবা, রতনপুর, ইটাখোলা, মোড়াপাড়া গ্রামের  দুস্থ ও শীতার্ত ১৫০ জন নারী পুরুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার মুরব্বীয়ান সহ অন্যান্য উপকারভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/ ১৫ জানুয়ারি ২৪/ এসবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here