হবিগঞ্জে অসহায় শীতার্তদের মাঝে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ

0
267
ত্রিপুরারী দেবনাথ তিপু:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় হবিগঞ্জ  ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃক স্থানীয় অসহায়, গরিব ও হতদরিদ্র পরিবারের মাঝে ১০০টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। ২২ জানুয়ারি সোমবার বিকাল ৩ ঘটিকায় উপজেলার গুইবিল বিওপির দায়িত্ব পূর্ণ সীমান্ত  এলাকায়  বিজিবি  ক্যাম্পের সামনে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সার্বিক ব্যবস্থাপনায়, অধিনায়ক লে. কর্ণেল  ইমদাদুল বারী খান পিএসসি  হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃক স্থানীয় অসহায়, গরিব ও হতদরিদ্র ১০০টি পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। গুইবিল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার অসহায়, গরিব ও হতদরিদ্র জনসাধারণ আগ্রহের সাথে এসব শীতবস্ত্র (কম্বল) সংগ্রহ করে। শীত আসার পর থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়নি কেউ। তাই ৫৫ বিজিবি কর্তৃক স্থানীয় অসহায়, গরিব ও হতদরিদ্র জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণের বিষয়টি এলাকায় বিপুল আলোড়ন সৃষ্টি করেছে। একই সাথে স্থানীয় জনসাধারণ বিজিবি’র এমন কার্যক্রমকে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সহকারী পরিচালক ইয়ার হোসেন (ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার) তিনি আলোকিত প্রতিদিনকে বলেন, শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা খুবই খুশি হয়েছে তাদের খুশিতে আমাদের ভালো লাগছে। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান পলাশসহ জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ।
আলোকিত প্রতিদিন/ ২২ জানুয়ারি ২৪/ এসবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here