সবুজ সরকার: টাঙ্গাইল
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে এক সেনা সদস্য নিহত হয়েছেন। বুধবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার আনালিয়াবাড়ী ১০৮ নং রেল ব্রীজের কাছে এই ঘটনা ঘটে। নিহত সেনা সদস্য ফখরুল ইসলাম (২০) লক্ষীপুর সদর উপজেলার কড়ালিয়া তত্বপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। ফখরুল বগুড়া ক্যান্টনমেন্টে সেনা সদস্য হিসেবে কর্মরত ছিলেন। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এস আই মোশারফ হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকাল সাড়ে ৯ টার দিকে সেনা সদস্য ফখরুলের লাশ উদ্ধার করা হয়েছে। সে ছুটি শেষে বগুড়া ক্যান্টনমেন্টে যোগদানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন বলে তার মামার সাথে কথা বলে আমরা জানতে পেরেছি । কিন্তু কোন ট্রেনে সে কাটা পড়েছে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আলোকিত প্রতিদিন/এপি