মাধবপুরে গাঁজা পাচারকালে অটোরিকশা চালক গ্রেফতার

0
247
মাধবপুরে গাঁজা পাচারকালে অটোরিকশা চালক গ্রেফতার
মাধবপুরে গাঁজা পাচারকালে অটোরিকশা চালক গ্রেফতার
ত্রিপুরারী দেবনাথ তিপু:
হবিগঞ্জের মাধবপুরে অভিনব কায়দায় ধানের কুড়ার বস্তায় করে নিয়ে যাওয়ার সময় ৪০ কেজি গাঁজা পাচারকালে এক অটোরিকশা চালককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়,৩০ জানুয়ারি মঙ্গলবার রাত ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার এসআই সুজন শ্যাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে মাধবপুর পৌরসভার বাস স্ট্যান্ড কিবরিয়া চত্বরের পশ্চিম পাশে এলাকার নাছির নগর রোডের  নতুন রাস্তার কাছ থেকে ধানের কুড়ার বস্তায় করে  ৪০ কেজি গাঁজা পাচারের কালে এক অটোরিকশা চালককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত অটো রিকশা চালক রমজান আলী (৩৫), সে আন্দিউড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামের আবেদ আলী ছেলে।  এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: রকিবুল ইসলাম খাঁন আলোকিত প্রতিদিনকে  জানান, গাঁজা উদ্ধার কালে একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃত গাঁজা পাচারকারী বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
আলোকিত প্রতিদিন/ ৩১ জানুয়ারি ২৪/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here