আজ শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

বনবিভাগের অভিযানে ২৫ শতক বনভূমি জবরদখল মুক্ত 

-Advertisement-

আরো খবর

আবু সায়েম:
কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন ঈদগাঁও রেঞ্জের ভোমরিয়াঘোনা বিটের ঈদগাঁও মৌজাস্থ ফকির বাজার নামক এলাকায় অভিযান চালিয়ে পাকা বাউন্ডারি স্থাপনা ভেঙে উচ্ছেদ করা হয়েছে। ১৯ ফেব্রুয়ারী  সোমবার সকাল ৯ টায়  ঈদগাঁও রেঞ্জের ভোমরিয়াঘোনা বিটের ফকিরা বাজার নামক এলাকায় বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকারের নির্দেশে  রেঞ্জ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন খাঁনের নেতৃত্বে বনকর্মীদের সহযোগিতায় অভিযান চালিয়ে জবরদখল কৃত পাকা বাউন্ডারি স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এসময় ২৫ শতক বনভূমি জবরদখল মুক্ত করা হয়। অভিযানে ভোমরিয়াঘোনা বিট,সঙ্গীয় ফোর্স ও স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন । ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন খাঁন বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে রক্ষিত বনভূমিতে পাকা বাউন্ডারি স্থাপনা ভেঙে উচ্ছেদ করা হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বনভূমি ও সরকারি সম্পদ রক্ষায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান অব্যাহত থাকবে। কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার বলেন,  বন ও বনজ সম্পদ রক্ষায় সজাগ ও সতর্ক রয়েছি। বনের জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণর কোন সুযোগ নেই, যতো বড় প্রভাশালী হোক সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। বন ও বনজ সম্পদ রক্ষায় তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি।
আলোকিত প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি-২৪/মওম
- Advertisement -
- Advertisement -