ছাগলনাইয়া থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রে-প্তা-র-১

0
319
ছৈয়দ কামালঃ
গোপনে প্রাপ্ত একটি তথ্যের ভিত্তিতে ছাগলনাইয়া থানার সুদক্ষ অফিসার ইনচার্জ মোঃ হাসান ইমাম এর দেওয়া দিক নির্দেশনায়,থানার এসআই মোঃ আকতার হোসেন,এএসআই সুলতান মাহবুব, এএসআই নিজাম উদ্দিন ও এএসআই পদুমুত্তর বড়ুয়াসহ ছাগলনাইয়া থানা পুলিশের একটি আভিযানিক দল,অতিসম্প্রতি ছাগলনাইয়া পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে,পৌরসভাধীন ভারত সীমান্তবর্তী ৮ নং পৌর ওয়ার্ড  মটুয়া গ্রামের, মধ্যম মটুয়া থেকে ওই গ্রামের মৃতঃ আলী আশরাফের পুত্র,চিহ্নিত মাদক ব্যবসায়ী কামাল উদ্দিন প্রকাশ ভুট্টোকে ১০ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করেছে,পুলিশের আভিযানিক দলটি। পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী কামাল উদ্দিন ভুট্টোর বিরুদ্ধে,ছাগলনাইয়া থানায় মাদক আইনে নিয়োমিত একটি মামলা রুজু করণ পরবর্তী তাকে ফেনী জেলা আদালতে প্রেরণ করার বিষয়টি নিশ্চিত করেছেন,ছাগলনাইয়া থানার পরিদর্শক (তদন্ত) মোঃ ইকবাল হোসেন।
লোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here