আজ শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৩ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

কালীগঞ্জে ট্রাক চুরি করছে হতাশায় ভুগছে ট্রাক মালিক

আরো খবর

মতিয়ার রহমান 
ঝিনাইদহের কালীগঞ্জে একটি ট্রাক চুরির ঘটনা ঘটেছে। ২৫ এপ্রিল রাত আনুমানিক ৯ টার সময় চোরচক্রের সদস্য ট্রাকটি চুরি করে  নিয়ে যাই। ট্রাকটির স্বত্বাধিকারী শিবনগর এলাকার রাবণ চন্দ্র পালের ছেলে শ্রী জয়দেব কুমার পালের। এ ঘটনায় কালীগঞ্জ থানায় উপস্থিত হয়ে ট্রাকটির মালিক জয়দেব কুমার একটি লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রতিদিনের নাই ২৫ এপ্রিল আনুমানিক রাত ৯ টার দিকে শিবনগর এলাকার গুলশান মোড়ে অনিল পালের কাঠের ফ্যাক্টরি এবং নিজের কাঠগোলা সংলগ্ন রাস্তার একপাশে ভালো করে তালা দিয়ে ড্রাইভার মোঃ আনিচুর রহমান বাড়িতে চলে যায়। পরের দিন সকালে এসে তিনি লক্ষ করেন ট্রাকটি ঐ স্থানে নেই। চুরি হওয়া খালি ট্রাকটি ছিল টাটা কোম্পানির মাল্টি রঙের  কার্গো ট্রাক (ওপেন)। যার রেজিস্ট্রেশন নাম্বার ঝিনাইদহ -ট-০২ ০০৫৬ চেসিস নাম্বার- 364073S5R11594,ইঞ্জিন নং –  692D21GUQ130070, সিসি ৫৬০০
লোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -