নেত্রকোণায়  ৪০০ বস্তা  ভারতীয় চিনিসহ ০৩ চোরাকারবারি গ্রেফতার

0
217
নেত্রকোণায়  ৪০০ বস্তা  ভারতীয় চিনিসহ ০৩ চোরাকারবারি গ্রেফতার
নেত্রকোণায়  ৪০০ বস্তা  ভারতীয় চিনিসহ ০৩ চোরাকারবারি গ্রেফতার
প্রতিনিধি,নেত্রকোণা: 
নেত্রকোণায়  ৪০০ বস্তা  ভারতীয় চিনিসহ ০৩ চোরাকারবারি গ্রেফতার। নেত্রকোণা  মডেল থানার পুলিশ সূত্রে জানা যায়,গত ২৯ এপ্রিল  রাত অনুমান ৪.৩০ ঘটিকায় মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম পিপিএম এর তত্ত্বাবধানে  এসআই যুবরাজ দাস সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় কিলো-১৪ ডিউটি করাকালীন সময় রাজুর বাজার সংলগ্ন এবিসি ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তায় একটি ভারতীয় আমদানি নিষিদ্ধ ৪০০ বস্তা (৪০০×৫০= ২০০০০ বিশ হাজার কেজি) , যার আনুমানিক মূল্য   চব্বিশ লক্ষ টাকা,  ট্রাক  রেজিঃ ঢাকা মেট্রো-ট ২২-৫৬৬৩ , যার মূল্য অনুঃ ১৮০০০০০-/ আঠার লক্ষ টাকাসহ আটক করেন।  আটককৃতরা হলো  নেত্রকোণা  চরপাড়া এলাকার মৃত.মতি মিয়ার ছেলে মাসুম(৪০), গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার  স্বপন মিয়ার ছেলে জায়েদ মিয়া(২২),-পূবাইল থানার মৃত: বারেক মিয়ার ছেলে বাবু মিয়া (৪৫)।
মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান, ট্রাক ভর্তি চিনি জব্দ ও ৩ জন আসামি গ্রেফতার করা হয়েছে । আসামিরা পরষ্পরের যোগসাজশে দীর্ঘদিন যাবত ভারতীয় অবৈধভাবে আমদানি করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে ,তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান।
আলোকিত প্রতিদিন /২৯ এপ্রিল-২৪ /মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here