মোস্তাকিম বিল্লাহ, নীলফামারী
নীলফামারীতে সাংবাদিক নির্যাতন ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ও কচুকাটা ইউনিয়ন চেয়ারম্যান এর অপকর্মকে আইনের আওতায় এনে শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। আজ ৩০শে এপ্রিল রোজ মঙ্গলবার দুপুরে ১২টার দিকে নীলফামারী জেলা সদরের বঙ্গবন্ধু চত্বরে নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে বিক্ষোভ ও মহা সমাবেশ করেন নীলফামারী জেলা উপজেলার সাংবাদিকবৃন্দ। উক্ত সমাবেশে বাংলাভিশ চ্যানেল এর জেলা প্রতিনিধি নুর আলম সিদ্দিক এর সভাপতিত্বে , সংগঠনটির সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি,সপ্না আক্তার স্বর্নালী শাহ্, এবং মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতা ওয়াজিদুর রহমান কনক, নীলফামারী আইনসহায়তা (আসক)এর সাধারণ সম্পাদক আল আমিন, নাগরিক টেলিভিশন এর জেলা প্রতিনিধি সাদিকুল ইসলাম, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি সোহেল রানা ও জেলা উপজেলার সাংবাদিকবৃন্দ। প্রকাশ থাকে যে,গত ৬ই এপ্রিল শনিবার নীলফামারী জেলা কচুকাটা ইউনিয়নের চেয়ারম্যান কর্তৃক প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর এর উপহার চাউল জনগণকে দিতে যেয়ে অনিয়ম ছবি তুলতে দৈনিক সমাজ সংবাদ এর প্রতিনিধি নুরুল আমিন এবং গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি সোহেল রানাসহ কয়েকজন সাংবাদিকে নির্যাতন করেন চেয়ারম্যানসহ তার পালিত সন্ত্রাসী বাহিনীর সদস্যরা। এতেই সাংবাদিকরা উক্ত ইউনিয়নের চেয়ারম্যানের অপকর্ম এবং চোরাকারবারী প্রকাশ করে আইনের আশ্রয় নেন। এতেই চেয়ারম্যান তার অপকর্ম এবং চোরাকারবারী ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য প্যানেল চেয়ারম্যান মুশফিকুর রহমান কে বাদী করে,সমাজ সংবাদ প্রতিনিধি,নুরল আমিন, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি, সোহেল রানা, ও হামিদীবাবুসহ ১০/১২ জন অঙ্গাতনামা সাংবাদিকদের নামে চাঁদাবাজি মামলা দায়ের করেন। এবং ঐ দিনেই তাৎক্ষনিক তদন্ত ছাড়াই জেলা সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম উক্ত মামলাটি রূজ্জু করেন। তারই পরিপ্রেক্ষিতে নীলফামারী জেলা উপজেলা সাংবাদিকবৃন্দ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে প্রধান সভাপতি ও সাংবাদিকবৃন্দ বলেন, জেলা সদর থানার অফিসার ইনচার্জ কে অপসারণ এবং সাংবাদিক উপর চেয়ারম্যান কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহার করে উক্ত চাউল চোর চেয়ারম্যানকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। এবং উক্ত দাবি পুরন না হলে বিভিন্ন জেলা উপজেলা ও কেন্দ্রীয় পর্যন্ত আন্দোলন এর ঘোষনা দেন।
আলোকিত প্রতিদিন/এপি