নিজস্ব প্রতিবেদক
শেরপুরের নকলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার ধাক্কায় সারোয়ার জাহান (১৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টা বাউসা বাজারে এ দুর্ঘটনা ঘটে। মৃত সারোয়ার জাহান নকলার কবুতরমারি পশ্চিমপাড়া গ্রামের মো: আব্দুল লতিফের ছেলে। সে এ বছর শেরপুরের নবারুণ পাবলিক স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল। পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে সারোয়ার জাহান তার নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়ে দ্রুতগতিতে চালিয়ে যাওয়ার সময় বাউসা বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে তিনি ধাক্কা দেয়। এ সময় সে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরে স্থানীয়রা সারোয়ারকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এক পর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সারোয়ারকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের আবেদন করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
আলোকিত প্রতিদিন/এপি