গরমে তরুণ তরুণীদের শরবত ও ঠান্ডা পানি বিতরণ 

0
215
মো:সুমন মিয়া বেতাগী (বরগুনা) 
রোদ ও গরমে বরগুনার বেতাগীতে তৃষ্ণার্ত শ্রমজীবী ও পথচারীদের জন্য রাস্তায় রাস্তায় শরবত, ঠান্ডা পানি বিতরণ করছে গ্রীন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির ব্যানারে স্থানীয় মানবিক তরুণ-তরুণীরা। অব্যাহত তাপমাত্রায়  জনজীবন ওষ্ঠাগত হয়ে পড়ায় বেতাগী পৌর শহরের টাউন ব্রিজসহ  বিভিন্ন এলাকায় তৃষ্ণার্ত শ্রমজীবী মানুষের জন্য  বৃহস্পতিবার (২ মে)  দুপুর ১২ থেকে ২  ঘটিকা পর্যন্ত  শরবত, স্যালাইন পানি ও ঠান্ডা পানির ব্যবস্থা করে। আয়োজকরা জানান, তারা আখের লাল চিনি, ট্যাং, কাগুজীলেবু, তোকমা, বিট লবণ এসব উপকরণ সম্বলিত ৫০০ লিটার সরবত বানিেেয় তা দিনমজুর, পথচারী, রিকশাচালক, ইজিবাইক চালক,  ট্রাক চালক ও শিশুদের এই সরবত পান করান। এসময় সুশাসনের জন্য নাগরিক (সুজন)‘র সভাপতি  সাইদুল ইসলাম মন্টু, বেতাগী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহাসিন খান,সংগঠনের কার্যনির্বাহী কমিটি সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম মুন্না, সদস্য  মো: আরিফুল ইসলাম মান্না, মো সুমন মিয়া, মো: ইমাম, সাইফুল ইসলাম রিয়াজ, সুমাইয়া আক্তার, রাইসা সিকদার, তৌহিদ হোসেন,আদিবা,জারিফ চৌধুরী ও মো: ইমন উপস্থিত ছিলেন। শরবত পান করে বেতাগী পৌরএলাকার বাসিন্দা রিকশা চালক আব্দুর রহিম বলেন, ‘খুব তেষ্টা পেয়েছিল। তাই এই ঠান্ডা সরবত খেয়ে পরাণ জুড়িয়েছে। যারা এ আয়োজন করেছে, আল্লাহ কল্যাণ করুন।’ সংগঠন কার্যনির্বাহী কমিটি সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম মুন্না  জানান, গরমে অতিষ্ঠ শ্রমজীবী মানুষ ও পথচারীদের পিপাসা মেটানোর জন্য এই ক্ষুদ্র উদ্যোগ। গরম চলমান থাকলে কর্মসূচি অব্যাহত থাকবে।
লোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here