আজ বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩১ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

প্রেম লীলা : রুবিনা সুলতানা

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

প্রেম লীলা
রুবিনা সুলতানা

কামার্ত আগুন পুড়িয়ে দিলো
রজনীর কবিতা
ভস্মীভূত ছাই উড়ে উড়ে
তোমার বসতভিটা।
আগুনের  ধোঁয়া কুন্ডুলি পাকিয়ে
আকাশে নক্ষত্র
ভেজা গোলাপি ওষ্ঠের সিক্ততায়
আরব্য উপন্যাসের গল্প।
খিলখিল হাসিতে কোজাগরী পূর্ণিমা
জোনাক জোনাক খেলা বাঁশপাতা।
নগ্নতার অনুভব তোমার অপলক চাহনি
অব্যাক্ত শব্দের গুলশানে নীল প্রজাপতি।
তারারা মেলা জমায় সিলিঙের ঝারবাতি
আতসবাজি ফোটে , স্বচ্ছ নির্ঝরিণী।
নয়ন জানে তোমার নয়নের ভাষা
শরীরে খেলে শর্বরীর প্রেমলীলা।

আলোকিত/১৪/০৫/২০২৪/আকাশ

- Advertisement -
- Advertisement -