আজ বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩১ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে লংগদুতে প্রতীক পেলেন যারা

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

মোহাম্মদ এরশাদ আলী, লংগদু

৩য় ধাপে রাঙ্গামাটির লংগদু উপজেলার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দিয়েছেন নির্বাচন কমিশন কর্তৃপক্ষ। আগামী ২৯ মে এই  উপজেলায় নির্বাচন হবে। ৬ ষ্ঠ উপজেলা নির্বাচনে তৃৃতীয় ধাপে ঘোষিত তফসিল অনুযায়ী এই উপজেলায় ৩ টি পদের জন্য ১১ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ৩ টি পদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমাদানকারী প্রার্থীগণ হলেন, লংগদু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সম্মানীত সদস্য বাুল দাশ বাবু, লংগদু উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবদুল  বারেক সরকার, এডভোকেট মোঃ আবছার আলী (স্বতন্ত্র), হাজী ফয়েজুল আজিম ফয়েজ (স্বতন্ত্র), বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী ঝান্টু (স্বতন্ত্র) ও ডাক্তার মোঃ হারুন অর রশিদ(স্বতন্ত্র)। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মোঃ তোফায়েল আহমেদ বাবুল, মোঃ রাকিব হাসান ও কল্যাণ প্রিয় চাকমা হিমু।  মহিলা ভাইস চেয়ারম্যান পদে, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম  এবং উপজেলা মহিলা লীগের ফাতেমা জিন্নাহ। মনোনয়ন পত্র জমাদানকারী ১১ জন প্রার্থীর মধ্যে দুই জন প্রার্থী গতকাল (১২ মে) তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন। যাচাই বাছাই শেষে আজ ১৩ মে সোমবার রাঙ্গামাটি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ৩টি পদে প্রতীক বরাদ্দ করেন।  প্রতীক প্রাপ্তরা হলেন চেয়ারম্যান পদে  ১। এডভোকেট মোঃ আবছার আলী – মোটরসাইকেল,  ২। মোঃ আব্দুল বারেক সরকার – ঘোড়া,  ৩। বাবুল দাশ বাবু – আনারস,  ৪। মীর সিরাজুল ইসলাম চৌধুরী ঝান্টু – দোয়াত কলম৷  পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১। মোঃ রাকিব হাসান, – বই ২। তোফায়েল আহমেদ বাবুল – টিউবওয়েল ৩। কল্যান প্রিয চাকমা হিমু – চশমা মহিলা ভাইস চেয়ারম্যান  পদে  ১। আনোয়ারা বেগম- ফুটবল  ২। ফাতেমা জিন্নাহ  – কলসি  প্রতীক নিয়ে  লড়বেন।  আগামী ২৯ মে এ উপজেলার ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এদিকে প্রতীক বরাদ্ধের পর নির্বাচন সম্পর্কে জানতে চাইলে লংগদু উপজেলার আনারস প্রতীকের প্রার্থী বাবুল দাশ বাবু জানান, এখনো পর্যন্ত নির্বাচনের পরিবেশ অত্যন্ত সুষ্ঠ রয়েছে। তিনি বলেন, একটি অসাম্প্রদায়িক উপজেলা হিসেবে লংগদুকে গড়ে তুলে সড়ক যোগাযোগের মাধ্যমে পিছিয়ে পড়া উপজেলা থেকে উন্নয়নের মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।

লোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -