আজ শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

জামালপুরের ডিবি-২ এর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

মোঃ ফরহাদ রেজা (দেওয়ানগঞ্জ প্রতিনিধি): জামালপুর জেলা দেওয়ানগঞ্জ উপজেলায় গত রাত পনে ১১ টার দিকে এস আই  আবু রায়হান এর নেতৃত্বে দেওয়ানগঞ্জ থানার এলাকায় গোপন সংবাদ এর ভিত্তিতে  অভিযান পরিচালনা করে ঝাউডাঙ্গা কলাকান্দা মডেল হাইস্কুলের সামনে কাঁচা  রাস্তা হইতে ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ১৬ মে দুপুরের দিকে আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। আটক কৃতরা হলেন, ১) মোঃ হাসেম মিয়া (৩৯), পিতা- মৃত লাল মিয়া, সাং- উত্তর রহিমপুর, থানা- দেওয়ানগঞ্জ, জামালপুর, ২) মোঃ মজিবর(৪২), পিতা – মোঃ হোসেন আলী, সাং- রামরামপুর, থানা-বকশীগঞ্জ জামালপুর। এবং  তাদের   হেফাজত হইতে ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।

আলোকিত/১৬/০৫/২০২৪/আকাশ

- Advertisement -
- Advertisement -