আজ শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামে বজ্রপাতে প্রাণ গেলো এক দর্জির

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -
জি এম রাশেদুল ইসলাম:
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি যাওয়ার পথে বজ্রপাতে মেহের জামাল (৫০) নামের এক দর্জি নিহত হয়েছেন। ১৯ মে রবিবার রাত ১০টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের চৌমুহনী বাজার থেকে বাড়ি যাওয়ার পথে এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের চর সিতাইঝাড়ের নয়ার হাট এলাকার বাসিন্দা।  স্থানীয়রা জানান, রবিবার রাত ৮টার দিকে বজ্রবৃষ্টি শুরু হয়। পরে বৃষ্টি থামার পর মেহের জামাল দর্জি বেগমগঞ্জ ইউনিয়নের চৌমুহনী বাজারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাত ১০টার দিকে কাজ শেষে বাড়ি যাওয়ার পথে ওয়াপদা সড়কে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, বজ্রপাতে একজন মারা গেছেন বলে শুনেছি। তবে তার বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলায়।

আলোকিত প্রতিদিন /২০ মে-২০২৪ /মওম

- Advertisement -
- Advertisement -