উপজেলা নির্বাচন: ভুঞাপুরে কেন্দ্রে এক ঘন্টায় এক ভোট

0
280
টাঙ্গাইল প্রতিনিধি:
দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের ভুঞাপুরে ভোট দিতে ভোটারদের মধ্যে অনীহা বিরাজ করছে। কোনও কেন্দ্রে ঘণ্টায় একটি আবার কোনও কেন্দ্রে ১০টি ভোট পড়েছে। টাঙ্গাইলের ভুঞাপুরে একটি কেন্দ্রে ঘণ্টায় একটি মাত্র ভোট পড়েছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৯টায় উপজেলার ফলদা ইউনিয়নের মোবারক মাহমুদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, পুরো কেন্দ্র ফাঁকা। নেই কোনও প্রার্থীর এজেন্ট। এসময় ওই কেন্দ্রে দায়িত্বে থাকা এক কর্মকর্তা জানান, এক ঘণ্টায় একটি ভোট পড়েছে। ভোটার উপস্থিতি নেই বললেই চলে। স্থানীয়রা জানান, ধানকাটা শুরু হওয়ায় ভোটার উপস্থিতি কম। টিউবওয়েল প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী আরিফুল হক আরজু অভিযোগ করে বলেন, কিছু কিছু কেন্দ্রে আমার এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে  না এবং ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। এদিকে প্রিসাইডিং কর্মকর্তা মো. জহুরুল ইসলাম জানান, ভোটার উপস্থিতি কম। এছাড়া কোনও কোনও প্রার্থীর এজেন্ট অনুপস্থিত রয়েছেন। তবে এজেন্টদের ভয়ভীতি দেখানো হয়েছে কিনা তা তিনি জানেন না। এই কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ২০০ জন। প্রসঙ্গত, দ্বিতীয় ধাপে কালিহাতী, ভূঞাপুর ও ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে।
লোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here