একেএম ফারুক হোসেন:
ভয়াবহ তাণ্ডব নিয়ে বাংলাদেশে আছড়ে পড়তে যাচ্ছে ঘুর্ণিঝড় রেমাল। উপকূলবর্তী বিভিন্ন জেলা ও উপজেলা প্রশাসন মানুষের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে এবং দূর্যোগময় মুহূর্তে পাশে দাড়াতে বিভিন্ন দিকনির্দেশনা জারি করেছেন। মেঘনা নদীর কূল ঘেষা রামগতি উপজেলায় বড়খেরি নৌ-পুলিশ ফাঁড়ি সাধারণ মানুষকে সতর্ক করতে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। এরেই অংশ হিসেবে স্হানীয়ভাবে মাইকিং করে সতর্কতামূলক দূর্যোগকালীন বিভিন্ন বিষয় নিয়ে সচেতন হতে আহ্বান জানিয়েছেন। ফাঁড়ির ইনচার্জ মোঃ ফেরদৌস আহমেদ বলেন,সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় পাশে থাকবে। জরুরি প্রয়োজনে পুলিশকে অবহিত করতে এবং সতর্ক থাকতে আজ মাইকিং করা হয়েছে।
আলোকিত প্রতিদিন /২৬ মে-২০২৪ /মওম