ইউসুফ হোসেন অনিক:
ভোলার বোরহানউদ্দিনে বিষধর সাপের কামড়ে আবু সাইদ মাঝি ( ৬৫ ) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ মে) দুপুরে উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পলিটেকনিক এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আবু সাইদ মাঝি পক্ষিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৃত হাদিস আলীর ছেলে। পেশায় তিনি একজন ব্যাবসায়ী ছিলেন । বিষয়টি নিশ্চিত করেছেন, মৃত আবু সাইদ মাঝির মেয়ের জামাতা জুয়েল গোলদার।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে ঘূর্ণিঝড় রেমালের কারনে গাছ পালার ক্ষয় ক্ষতি পরিদর্শনকালে পক্ষিয়া ০৮নং ওয়ার্ডস্থ ভোলা পলিটেকনিক সংলগ্ন তাহার বসত ঘরের পশ্চিম পাশে মরিচ গাছ সোজা করার সময় অসাবধানতা বশত তাকে বিষাক্ত কালী গোড়াইশ সাপে দংশন করে। ফলে তিনি ঘটনাস্থলেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাহার নিকট আত্মীয়-স্বজনের সহায়তায় তাকে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরিক্ষা করে উক্ত হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে বিকাল আনুমানিক ৩:৩০ মিনিটের সময় বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।
আলোকিত প্রতিদিন/ ২৮ মে ২০২৪