চাকরীর টাকা ফেরত না দেওয়ায় চাচা শ্বশুরকে পিটিয়ে হ*ত্যা

0
279

মোঃ ওয়ালীউল্লাহ হাসান,পাঁচবিবি

২৭ মে,জয়পুরহাটে চাকুরীর জন্য তদবিরের টাকা ফেরত না দেওয়ায় বেধড়ক মারপিটে আহত তদবিরকারী  মারা গেছেন। সোমবার দুপুরে জয়পুরহাট আধুনিক জেলা  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আব্দুল মজিদ বুলু ( ৪৫) পাঁচবিবি উপজেলার বৃদ্দীগ্রামের আব্দুর রহমানের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, আব্দুল মজিদ বুলু  চাকুরি দেওয়ার নাম করে বেশ কিছুদিন আগে তার ভাতিজী জামাই জয়পুরহাট  সদর উপজেলার চক বরকত গ্রামের খাইরুল ইসলামের কাছ থেকে দেড় লাখ  টাকা নেন। পরে চাকুরি  দিতে না পারায়  চাচা শশুর বুলুর কাছ থেকে টাকা ফেরত চান খাইরুল। এ নিয়ে গতকাল রোববার  বিকেলে বুলুকে  জয়পুরহাট শহরের কাশিয়াবাড়ী স্কুল এলাকায় ধরে নিয়ে গিয়ে মারপিট করে খাইরুল সহ তার সহযোগীরা। পরে আহত বুলুকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করে দেন স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার দুপুরে তিনি মারা যান।

এ ব্যাপারে মামলার প্রস্তুতি সহ আসামিদের গ্রেফতারে পুলিশী অভিযান চলছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার ইসতিয়াক আলম।

লোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here