গোসাইরহাট উপজেলা নির্বাচন, কেন্দ্রের ভিতরে নেই ভোটার, বাইরে সমর্থকদের জটলা

0
276
মাজেদুল ইসলাম সবুজ, বিশেষ প্রতিনিধি 

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে শরীয়তপুরের গোসাইরহাট  উপজেলায় ভোটগ্রহণ চলছে আজ। তবে তুলনামূলক ভোটারদের উপস্থিতি নেই ভোটকেন্দ্র গুলোতে। বুধবার (২৯মে) সকাল ৮ টা থেকে উপজেলার ৪৪ টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেলে ৪ টা পর্যন্ত। প্রাপ্ত তথ্যমতে, এ উপজলোয় সর্বমোট জনসংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৬ শত ৬৫ জন। সর্বমোট ভোটার সংখা রয়েছে ১ লাখ ২৮ হাজার ২শত ৬৭ জন। যার মধ্যে পুরষ ভোটার ৬৫ হাজার ৯ শত ৯৩ জন এবং ৬১ হাজার ৯ শত ৬২ জন মহিলা ভোটার রয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান পদে বাবুল মৃধা নামে একজন প্রা্র্থী আগেই নির্বাচিত হওয়ায় সে পদটি বাদে এখানে উপজেলা চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিযোগিতা করছেন। উপজেলা চেয়ারম্যান পদে মাসুদ আলম ঘোড়া,মিন্টু বেপারী আনারস,জাকির হোসেন দুলাল দোয়াত কলম,মোশাররফ হেলিকপ্টার ও দেওয়ান গোলাম মোস্তফা মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সরজমিনে বুধবার (২৯মে) সকাল থেকেই গোসাইরহাট উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়,কেন্দ্র গুলোতে ভোটরদের উপস্থিতি খুবই অপ্রতুল। বেশিরভাগ কেন্দ্রই একরকম ভোটার শুন্যই দেখা গেছে বলা চলে। কিছু কিছু  কেন্দ্রে প্রার্থীদের এজেন্ট, প্রিজাইডিং অফিসার আনছারসহ নির্বাচন সংশ্লিষ্ট নারী পুরুষদের খোশগল্পেই কাটছে সময়। দুপুর আড়াইটার দিকে কোদালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে একজন ভোটারের উপস্থিতিও চোখে পড়েনি। নাগেরপাড়া স্কুল এ্যাণ্ড কলেজে ভোট দিতে আসা এক নারী ভোটার জানান, গোসাইরহাট উপজেলায় প্রথমবারের মতো ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হওয়ায় অনেক ভোটারদের ভোট দিতে সমস্যা হচ্ছে। গোসাইরহাট উপজেলা নির্বাচন অফিসের দেয়া  তথ্যমতে সর্বশেষ,বেলা দুইটা পর্যন্ত সর্বমোট ২০.৬৬ শতাংশ ভোট কাষ্ট হয়েছে। তবে ভোটারদের ভোটকেন্দ্রে  অনুপস্থিতির কারণ জানতে চাইলে সামন্তসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার জাকির হোসেন জানান,প্রচন্ড গরমে ভোটারদের উপস্থিতি আপাতত কম। তবে বিকেল নাগাদ ভোটারদের উপস্থিতি বাড়বে। নির্বাচন সংশ্লিষ্টদের প্রত্যাশা বিকেল চারটা নাগাদ ৩০ শতাংশ ভোট কাষ্ট হতে পারে।
এদিকে,৬ষ্ঠ উপজলো পরিষদ নির্বাচনের 
তৃতীয় ধাপে সর্বমোট ১১২ টি উপজলোয়  আজ ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মামলা জটিলতায় ৩ টি ও ঘূর্ণিঝড় রেমাল প্রভাবে ২২ টি উপজেলাসহ মোট ২৫ টি জেলায় নির্বাচন স্থগিত করে বাংলাদেশ নির্বাচন কমিশন। ফলে সারদেশে ৮৭ উপজেলায় আজ (২৯ মে) ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য, ৮৭ টি উপজেলায় উপজেলা চেয়ারম্যান পদে ৩৯৭ জন,ভাইস চেয়ারম্যান পদে ৪৫৬ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ২৯৯ জনসহ সর্বমোট ১ হাজার ১৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
লোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here