ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নিখোঁজ 

0
203
 নিশাদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নির্বাচনী প্রচারণায় গিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রীতি খন্দকার হালিমা নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার।প্রীতি খন্দকার হালিমা পদ্মফুল প্রতীক নিয়ে নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। মঙ্গলবার (২৮ মে) বেলা ২টা থেকে বুধবার (২৯ মে) বিকেল ৫ টা নাগাদ এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রার্থীর খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে পরিবার। এ ব্যাপারে প্রীতি খন্দকারের স্বামী মাসুদ খন্দকার বলেন, আগামী ৫ জুন বিজয়নগর উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আমার স্ত্রী মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। গতকাল মঙ্গলবার দুপুরে হরষপুর ইউনিয়নে দুই জনকে সঙ্গে নিয়ে সে নির্বাচনি প্রচারণায় যায়। হরষপুরের ঋষি পাড়ায় ঢুকে প্রচার করা অবস্থায় দুজন মহিলা বাইরে আসেন আর প্রীতি ভোটারদের সাথে ভেতরে কথা বলছিলেন।এর কিছু পর সময় পর ভেতরে গিয়ে  প্রীতিকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরে প্রীতিকে না পেয়ে তার সাথে থাকা দুজন বাড়ি চলে আসেন।  আমি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ থানার ওসিকে অবগত করি। রিটার্নিং কর্মকর্তা অপেক্ষা করে রাত ১২টার পর জিডি করতে বলেছেন। এ সময় থানায় যাওয়ার পর ওসি বলেছেন সকালে জিডি করতে। বুধবার সকাল ১০টায় জিডি করেছি। তিনি বলেন, প্রতিপক্ষের লোকজন আমার স্ত্রীর নির্বাচনে ঈর্ষান্বিত হয়ে তাকে গুম করেছে।
লোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here