জব্দ বালু বনে মিশিয়ে দেওয়ার আদেশ পুনর্বহাল

0
232
জব্দ বালু বনে মিশিয়ে দেওয়ার আদেশ পুনর্বহাল
জব্দ বালু বনে মিশিয়ে দেওয়ার আদেশ পুনর্বহাল
নিজস্ব প্রতিবেদকঃ
অবশেষে  সংরক্ষিত বনভূমিতে জব্দ করা চার লাখ ঘনফুট বালু বনে মিশিয়ে দেওয়ার আদেশ পুনঃ বহাল করেছে আদালত। এ আদেশকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় পরিবেশবাদীরা।
গত ২৯ মে বুধবার চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক জাহিদ হোসাইন এ আদেশ পুনঃ বহাল করেন। একইসাথে আগামী ২০ দিনের মধ্যে এসব বালু বনে মিশিয়ে তার উপর গাছের চারা রোপণের নির্দেশ দেন। এতে নিরাপত্তা প্রদানের জন্য চকরিয়া ও পেকুয়া থানা পুলিশকে নির্দেশ দেয়া হয়।
বনবিভাগ সূত্র জানায়, চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জের টৈটং বনবিটের মধুখালি এলাকায় সংরক্ষিত বনভূমিতে বনদস্যুরা গোপনে পাহাড় ভেঙে বালু মজুত করেছিলো। বিষয়টি নজরে এলে এসব বালু জব্দ করে বিভাগীয় মামলা দায়ের করে বনবিভাগ। জানা যায় , গত ২৭ মার্চ পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম সংরক্ষিত বনভূমিতে অনুপ্রবেশ করে বনবিভাগের জব্দ করা বালু ফের জব্দ দেখিয়ে নিলামে বিক্রির অপচেষ্টা চালান। যা বন বিরোধী  কাজ। এনিয়ে বনবিভাগ  আদালতের শরণাপন্ন হলে, আদালত জব্দ করা বালু বনের নিচু স্থানে মিশিয়ে দিয়ে এর উপর বৃক্ষরোপণের নির্দেশ দেন। এ নির্দেশনা অনুযায়ী গত ৮ মে বনবিভাগ  অভিযান শুরু করে। একইদিন মেহেদী হাসান ফরায়েজি নামের একব্যক্তির আবেদনের প্রেক্ষিতে অভিযান স্থগিত করে আদালত।
বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা মোঃ হাবিবুল হক  বলেন, আদালত অভিযান স্থগিত করে বালুর স্তুপের জমির মালিকানা নির্ণয়ের জন্য পেকুয়া উপজেলার সহকারী কমিশনার ভূমিকে নির্দেশ দেন। তার প্রতিবেদন দাখিলের পরে বনবিভাগের আবেদনের প্রেক্ষিতে আদালত আদেশ পুনঃবহাল করেন। অবৈধভাবে বনে মজুদ করা বালু বনেই মিশিয়ে দিতে আর কোন আইনি বাঁধা রইলো না।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পেকুয়া উপজেলা শাখার সভাপতি সাজ্জাদুল ইসলাম বলেন, বন ও পরিবেশ রক্ষায় আদালতের এ আদেশ যুগান্তকারী পদক্ষেপ। আমরা আদালতকে সাধুবাদ জানাই। আশা করবো, বনবিভাগ দ্রুত সময়ে আদালতের আদেশ পালন করবে।
চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ  আব্দুল্লাহ আল মামুন বলেন, আদালতের সর্বশেষ আদেশ অনুযায়ী আগামী ২০ দিনের মধ্যে জব্দ করা সব বালু বনে মিশিয়ে দেয়া হবে। তারপর এর উপর বনায়ন করা হবে। আদালতের নির্দেশে ইতিমধ্যে জব্দ বালু বনে মিশিয়ে দেওয়ার কার্যক্রম শুরু করেছি।আদালতের নির্দেশনা মোতাবেক ২০ দিনের মধ্যে শীঘ্রই সকলের সহযোগিতার মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে।
আলোকিত প্রতিদিন /৩০ মে-২০২৪ /মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here