বাঘায় অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে ছাত্রীদের মানববন্ধন!

0
298

আব্দুল আলিম, বাঘা প্রতিনিধি

রাজশাহীর বাঘায় সোমবার (৩জুন’২৪) সকালে সরকারি রাস্তায় অবৈধ পাকিং বন্ধসহ অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে বিদ্যালয় প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রহমতুল্লা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে বক্তব্য দেন-নবম শ্রেণীর ছাত্রী-আদিবা ইসনাত,ফাতিমা রনক,সুমাইয়া আফরোজ ও তাসমিম তাবাসসুম। গত জানা যায়,গত রোববার (২ জুন) উপজেলার রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ১ ছাত্রী সহ উপজেলার ইউ,আর,সি ইন্সেট্রাকটর ইকবাল হোসেন আহত হন। বিদ্যালয়ের পশ্চিমে সড়কে দাঁড় করা যাত্রীবাহি পরিবহনের পাশ দিয়ে বাই সাইকেল চালিয়ে বিদ্যালয়ে আসার সময় পেছন থেকে আসা পাথর বোঝায় ট্রাকের ধাক্কায় সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় ওই ছাত্রী। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর পরে ঘটনার প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমে মানববন্ধন কর্মসূচি পালন করে ছাত্রীরা। প্রধান শিক্ষক বাবুল ইসলাম জানান,আহত ছাত্রী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খোঁঝ নিয়ে জানা গেছে, গত ১মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৭জন। আহত হয়েছে ৪জন। ৩১ জানুয়ারী চন্ডিপুর গ্রামের রাজিয়া বেওয়া (৮৫)আটো ভ্যানের চাকায় শাড়ি প্যাঁচিয়ে মারা যান। ২৬ জানুয়ারি মালামাল বোঝাই ট্রাকের ধাক্কায় ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান, খোর্দ্দ বাউসা গ্রামের রেজিয়া বেগম(৪০)। আহত হয় তার স্বামী হাবিবুর রহমান। ১১ মার্চ বালি বহনকরা ইঞ্জিন চালিত ট্রাক্টরের মুখোমুখি সংসর্ষে বাজুবাঘা গ্রামের মোটরসাইকেল চালক মোস্তাফিজুর রহমান মিস্টার(৩৫) মারা যায় । ১২ এপ্রিল মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কলিগ্রামের রনি শেখ (২৪) ও জোতনশী গ্রামের রাজু আহমেদ (২০) মারা যায়। আহত হয় জোতনশি গ্রামের আব্দুস সাত্তার (২১) ও চকনারায়নপুর গ্রামের মিলন দুরন্ত দাশ(১৭)। ১৪ এপ্রিল ট্রলি ধাক্কায় সেনা সদস্য আশরাফুল ইসলাম বিপুল(৪৭) মারা যান। ১ মে ট্রাক্টর চালক সজিব (২৫), ১০ মে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে পুঠিয়ার শহীদ হোসেন (৩৫) মারা যায়। আহত হয়,তার সঙ্গী জনি আহম্মেদ (৩২)। ২৯ মে গরু বহন কারি ইঞ্জিনচালিত ভটভটির চাপায় মুশিদপুর কাজী পাড়া গ্রামের সবজি ব্যবসায়ী গোলাম হোসেন (৪০) মারা যায়। বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সোয়েব খান বলেন, এসব ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে। মানববন্ধনে ছাত্রীদের দাবির প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

লোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here