শ্রীবরদীতে পরিবেশ সংরক্ষণে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

0
198

জোবায়ের সোহাগ:
“আসুন সবাই পলিথিন বর্জন করি, পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখি” এই প্রতিপাদ্যকের সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী।
মঙ্গলবার (৪ জুন)সকালে ব্র্যাকের ইউপিজি কর্মসূচির উদ্যোগে শহরের শ্রীবরদী আকবরিয়া পাবলিক পাইলট ইনস্টিটিউটের সামনে থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। গেরামারা গ্রাম সামাজিক শক্তি কমিটির বাস্তবায়নে বর্ণনাঢ্য র‌্যালী ও আলোচনা সভায় অংশ নেন ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও কমিটির সদস্যরা। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গেরামারা গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম বকুল। গ্রাম সামাজিক শক্তি কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ব্র্যাকের শাখা ব্যবস্থাপক মাহফুজ ও কর্মসূচী সংগঠক আলতাফ হোসেন।

আলোকিত প্রতিদিন/ ৪ জুন ২০২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here