বিদ্যানন্দ ফাউন্ডেশনের রেমালোত্তর ত্রাণ সহায়তা

0
236

মো. সোহাগ (বিশেষ প্রতিনিধি): পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় বেমাল’র আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবার পেল দাতব্য প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্দোগে ত্রাণ সহায়তা। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে দুর্গত ২০০ পরিবারের মাঝে এ ত্রাণ সহায়তা বিতরণ করা হয়। কলাপাড়া ইউএনও মো. রবিউল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুর্গত পরিবারগুলোর মাঝে এ ত্রাণ সহায়তা তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা মো. হুমায়ুন কবির, সিপিপি সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, নীলগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাবুল মিয়া, বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রজেক্ট সুপার ভাইজার রানা আহমেদ, মুক্তিযোদ্ধা সাংবাদিক হাবিবুল্লাহ রানা প্রমূখ। বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রজেক্ট সুপার ভাইজার রানা আহমেদ জানান, বিদ্যানন্দ দুঃস্থ মানুষের সহায়তায় সর্বদা কাজ করে চলছে। ঘূর্নিঝড় বেমাল’র আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আজ বিতরণকৃত এ ত্রাণ সহায়তার প্রতি প্যাকেটে রয়েছে ৪ কেজি চাল, ১ কেজি ডাল, ২৫০ গ্রাম খেঁজুর, স্যালাইন ৬ পিচ ও বিস্কিট ১ প্যাকেট।
আলোকিত/০৪/০৬/২০২৪/আকাশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here