আজ বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩০ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়িতে পার্বত্য জেলা পরিষদের টোল পয়েন্ট ইজারা 

-Advertisement-

আরো খবর

বান্দরবান প্রতিনিধিঃ
পার্বত্য জেলা পরিষদ বান্দরবানের আওতাধীন নাইক্ষ্যংছড়ি উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে ৬টি টোল পয়েন্ট ইজারা প্রদান কার্যক্রম সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী ইজারা দরপত্র গ্রহণ শেষে বিকাল ৩টায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাক্তির উপস্থিতিতে ডাকের মাধ্যমে এই ইজারা প্রাথমিকভাবে সমাপ্ত হয়। এ বছর সর্বোচ্চ নিলাম মূল্যে নাইক্ষ্যংছড়ি থানা হাসপাতাল সংলগ্ন সড়ক পথ ১কোটি ২২লাখ টাকায় ইজারাপ্রাপ্ত হন আনোয়ারুল ইসলাম রাসেল। ১কোটি ২লাখ টাকায় দ্বিতীয় সর্বোচ্চ ডাককারী ছিলেন আবু তাহের, এছাড়া নাইক্ষ্যংছড়ি কলেজ-সোনাইছড়ি সড়ক ও ভগবানটিলা হতে নন্নাকাটা সংযোগ সড়ক (বান্দরবান সীমানা) সর্বোচ্চ ২০লাখ টাকায় ডাক পেয়েছেন তানবিরুল ইসলাম, ৮লাখ টাকায় দ্বিতীয় ডাককারী ছিলেন আবু তাহের বাহাদুর, ১লাখ ২০ হাজার টাকায় দোছড়ি তুলাতলী ফরেষ্ট বিট সংলগ্ন নদী পথ ডাক পেয়েছেন শাকিল সিকদার। এছাড়াও বাকখালী চিকনছড়ি ফরেষ্ট বিট সংলগ্ন নদী পথ, বাইশারী বাজার সংলগ্ন সড়ক পথ এবং ঈদগড় মৌজা আলেক্ষ্যং বৌঘাট নদী পথ ডাক প্রদান করা হয়। বিকেলে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী লেলিন চাকমা, ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা উ চিং মং টোল পয়েন্ট ইজারা দরপত্র যাছাই বাছাই শেষে উপস্থিত সাংবাদিক, বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাক্তির সম্মুখে দরপত্র সিডিউল প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন।
লোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -