দেবিদ্বারে গরু সহ ব্যবসায়ির ১৫ লক্ষ টাকা লুট- আহত-৩

0
165

দেবিদ্বার প্রতিনিধি-

দেবিদ্বার উপজেলার গুনাইঘর (দক্ষিণ)  ইউনিয়নের পদ্মকোট গ্রামের গরু ব্যবসায়ি মো. জলিল মিয়া পেশায় একজন গরু ব্যবসায়ি। তিনি শুক্রবার ভোর সাড়ে তিনটার সময় গরু বিক্রির উদ্দেশ্যে রওয়ানা হয় একটি পিকআপ-ভ্যান গাড়ি নিয়ে। গরু নিয়ে মানিকগঞ্জ আরিচা গরু বাজারের বিক্রি করতে যাবেন। যাওয়ার পথে রাজামেহার গ্রামের পূর্বপাড়া গুচ্ছ গ্রামের পাশে রাস্তায় ভোর সাড়ে তিনটার দিকে ২টি গাড়ি দিয়ে আমাদের পথ আটকে দেয় ডাকাতেরা। গরু গাড়ি থেকে নামার পরই আমাদের কে ১৫/২০ জন ডাকাত লোহার গ্যাস পাইপ, লাঠি, রাম দা, ছুরি, চাইনিজ কুড়াল দিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করে। আমাকে এবং আমার সাথে থাকা আরেকজনকে পিটিয়ে দা দিয়ে কুপিয়ে কানের অংশ কেটে রক্তাক্ত করে ও মারধর করে । ওরা আমার সাথে থাকা ৮ লক্ষ ৭৫ হাজার টাকা লুটে নিয়ে যায়। আহত জলিল মিয়া আরো জানান, আমার পূর্বে আসা প্রতিবেশী উজানীকান্দি গ্রামের গরু ব্যবসায়ি মো. পারভেজ মিয়ার পিকআপ-ভ্যান আটক করে তাকেও মারধর ও কুপিয়ে মাথা ফাটিয়ে রক্তাক্ত করে তার সাথে থাকা ৪ লক্ষ ৫০ হাজার টাক ছিনিয়ে নেয়। পারভেজকে মারাত্মক আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একই সময়ে একই উপজেলার গুনাইঘর গ্রামের মাছ ব্যবসায়ি আবুল হোসেনের পিকআপ-ভ্যান আটক করে তাকেও মারাত্মক আহত করে তার কাছে থাকা মাছ বিক্রির দেড় লক্ষ টাকা ছিনিয়ে নেয়।

ভুক্তভোগীরা জানায়, কয়েক ঘন্টার ব্যবধানে আমাদের কাছ থেকে ডাকাতেরা ২ টি গরু সহ আমাদের ৩ ব্যবসায়ির উপর হামলা করে প্রায় ১৫ লক্ষাধিক লক্ষ টাকা লুট করে এবং মারাত্মক ভাবে আহত করে সবকিছু নিয়ে যায়। এই ডাকাতির ঘটনাটি ঘটার পর আমরা আজ বিকেলে দেবিদ্বার থানায় একটি অভিযোগপত্র দাখিল করি।

এ ব্যপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো. নয়ন মিয়া জানান, ঘটনায় অভিযোগ পেয়েছি। আমরা অতি দ্রুত ডাকাতদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসবো এবং তদন্ত চলমান আছে ।

লোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here