আজ শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

টি-টোয়েন্টি বিশ্বকাপ সৌম্য সরকারের শূন্যের রেকর্ড!

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

ক্রীড়া প্রতিবেদক-

ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়ের ম্যাচে পুরোপুরি ব্যর্থ সৌম্য সরকার। তুলনামূলক ছোট লক্ষ্যে প্রথম ওভারেই তিনি আউট হয়ে চাপে ফেলে দেন দলকে তিনি। ২ বল খেলে কোনো রান করতে পারেননি। একইসঙ্গে তার নাম উঠে যায় বিব্রতকর রেকর্ডেও।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবশেষ তিন ইনিংসে সৌম্যর দ্বিতীয় শূন্য এটি। সব মিলিয়ে ৮৩ ইনিংসের ক্যারিয়ারে তিনি ১৩ বার আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। এই সংস্করণে তার চেয়ে বেশি খালি হাতে ফেরার নজির নেই আর কোনো ব্যাটসম্যানের।

 

- Advertisement -

টি-টোয়েন্টি বিশ্বকাপে সৌম্যর চতুর্থ শূন্য ছিল শ্রীলঙ্কার বিপক্ষে। ১৬ ইনিংসে সব মিলিয়ে তার সংগ্রহ মাত্র ১৫১ রান। গড় ৯.৪৩, স্ট্রাইক রেট ৯৮.৬৯! পঞ্চাশ বহু দূরে, কোনো ইনিংসে পচিশও ছুঁতে পারেননি তিনি। সর্বোচ্চ ইনিংস ২১ রানের।

টি-টোয়েন্টির বিশ্ব আসরে শূন্যের রেকর্ডে অবশ্য শীর্ষে নন সৌম্য। তার চেয়ে বেশি খালি হাতে ফিরেছেন তিলকারাত্নে দিলশান ও শাহিদ আফ্রিদি। বিশ্বকাপের দুজনই রানের খাতা খোলার আগে আউট হয়েছেন ৫ বার করে তারা।

 

এই সংস্করণে অবশ্য কখনও তেমন ধারাবাহিক ছিলেন না সৌম্য। অভিষেকের পর প্রথম ২৬ ইনিংসে কোনো ফিফটি করতে পারেননি তিনি। তবে চল্লিশ ছোঁয়া ইনিংস খেলেন পাঁচটি। স্ট্রাইক রেটও তখন ছিল সমীহ জাগানিয়া।

২০২১ সালে পাঁচ ইনিংসের মধ্যে তিনটি ফিফটি করে নিজের সামর্থ্যের জানান দেন বাঁহাতি ব্যাটসম্যান। কিন্তু এরপর থেকে শুধুই হতাশা। একের পর এক সুযোগ পেয়েও নিজেকে মেলে ধরতে ব্যর্থ তিনি।

সব মিলিয়ে ৮৩ ইনিংসে ৫ ফিফটিতে সৌম্যর সংগ্রহ ১ হাজার ৩৯৮ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অন্তত ৮০ ইনিংস ব্যাটিং করা ৩৭ ব্যাটসম্যানের মধ্যে তার চেয়ে কম রান শুধু জর্জ ডকরেলের (১ হাজার ১১৮ রান)। যিনি ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই খেলেছেন নিচের দিকে তিনি।

লোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -