নোয়াখালীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক কারবারি গ্রেপ্তার

0
181
নোয়াখালীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক কারবারি গ্রেপ্তার
নোয়াখালীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক কারবারি গ্রেপ্তার
প্রতিনিধি,নোয়াখালী:
নোয়াখালীতে মাদকবিরোধী পৃথক পৃথক অভিযান, ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। নোয়াখালীর সদরে চালের ড্রামে রেখে গাঁজা ব্যবসার দায়ে মো. আকতার হোসেন রনি ভূইয়া (৪২) নামেন এক মাদজ কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল রাতে নোয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চন্দ্রপুর গ্রামের ইসমাইল ম্যানশনের ভাড়াবাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। গ্রেফতার রনি ভূইয়া সিলেট জেলার মাধবপুর উপজেলার মৃত এবাদ উল্যাহর ছেলে। তিনি দীর্ঘদিন সিলেট-নোয়াখালী যাতায়াত করে মাদকের কেনাবেচা করে আসছেন। তার বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সূত্রের খবরে রোববার রাত ৯টার দিকে রনির ভাড়াবাসায় অভিযান চালানো হয়। পরে তল্লাশি করে চালের ড্রামের রাখা ১কেজি গঁাজা উদ্ধার করা হয়েছে। তিনি দীর্ঘদিন পাইকারি কিনে খুচরা গঁাজার ব্যবসা করে আসছেন বলে স্বীকার করেছেন। তিনি আরও বলেন, আসামি আকতার হোসেন রনি ভূইয়ার বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মামলা রুজু করে চিফ জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও একাধিক মাদকের মামলা রয়েছে। অপরদিকে একই দিন রাত ১০টার দিকে নোয়াখালী সোনাইমুড়ীর আমিশাপাড়া ইউনিয়নের পদিপাড়া গ্রামের মৃত দুলালের পুত্র মোঃ রিপন (৩৫) এর কাছ থেকে তার দেহ তল্লাশি করে ৩১ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করে। এবিষয়েও সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
আলোকিত প্রতিদিন /১০ জুন-২০২৪ /মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here